ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে প্রতারণা থেকে নিরাপদ থাকবেন যেভাবে

বিভিন্ন মার্কেটপ্লেসকে কাজে লাগিয়ে নানা কৌশলে ফ্রিল্যান্সারদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একদল সাইবার অপরাধী

ঘরে বসেই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করার সুযোগ থাকায় ফ্রিল্যান্স বা মুক্ত পেশার কাজের চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। নিজের সুবিধামতো কর্মঘণ্টা বেছে নেওয়ার স্বাধীনতা ও আয়ের পরিমাণ বেশি হওয়ায় অনেকেই আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইভারসহ বিভিন্ন মার্কেটপ্লেসের (ফ্রিল্যান্স কাজ দেওয়া-নেওয়ার ওয়েবসাইট) মাধ্যমে কাজ সংগ্রহ করে আয় করছেন। ফ্রিল্যান্স কাজের প্রতি এই আগ্রহের কারণে বিভিন্ন মার্কেটপ্লেসকে কাজে লাগিয়ে নানা কৌশলে ফ্রিল্যান্সারদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একদল সাইবার অপরাধী। বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ঘটা প্রতারণা থেকে নিজেকে নিরাপদ থাকতে হলে নিম্নোক্ত বিষয়ে সচেতন থাকতে হবে।

মার্কেটপ্লেসের নিয়ম মেনে চলা

প্রতিটি মার্কেটপ্লেসের সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সাইনআপ থেকে শুরু করে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, কাজ জমা দেওয়া, পেমেন্ট গ্রহণ—সবকিছু নিয়ে প্ল্যাটফর্মের যে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, সেগুলো পড়ে তা মানতে হবে। প্রতারকেরা সাধারণত বিভিন্ন কৌশলে প্ল্যাটফর্মের নির্ধারিত পদ্ধতি ও নিয়ম এড়িয়ে ভিন্নভাবে যোগাযোগ করে প্রতারণা করে।

অবিশ্বাস্য কাজের সুযোগ যাচাই

মার্কেটপ্লেসের প্রচলিত পেমেন্ট কাঠামোর থেকে অনেক বেশি টাকার কাজ কিংবা খুবই কম শর্ত ও বিভিন্ন বিষয় শিথিল করে কোনো কাজের প্রস্তাব পেলে সাবধানতা অবলম্বন করতে হবে। সাধারণত প্রতারকেরা এমন কৌশল অবলম্বন করে প্রতারণা করে থাকে। তাই যেকোনো কাজ চূড়ান্ত হওয়ার আগে কাজদাতা সম্পর্কে তথ্য যাচাই করতে হবে।

অগ্রিম অর্থ চাইলে সতর্ক হতে হবে

কখনো কখনো প্রতারকেরা ক্লায়েন্ট সেজে কাজ চূড়ান্ত হওয়ার আগে অ্যাপ্লিকেশন ফি, সফটওয়্যার কেনা বা প্রশিক্ষণের জন্য অর্থ দাবি করে। চূড়ান্ত বিল পরিশোধের সময় এ ধরনের ফি ফেরত দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়। এ ধরনের প্রস্তাব বা অর্থ দাবি করলে সাবধানতা অবলম্বন করতে হবে।

আরও পড়ুন

অর্ডার না পেয়ে চূড়ান্ত কাজ জমা দেওয়া নয়

সাধারণত ক্লায়েন্টরা আগের কাজ দেখে ফ্রিল্যান্সার নির্বাচন করে থাকেন। তবে প্রতারকেরা প্রস্তাব চূড়ান্ত হওয়ার আগে কোনো পেমেন্ট না করেই কাজ করে দেওয়ার কথা বলে। এ ধরনের প্রস্তাবের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কাজের বিষয়ে কোনো কিছু চূড়ান্ত না হলে কোনো কাজ জমা দেওয়া যাবে না। কাজ জমা দেওয়া থেকে শুরু করে পেমেন্ট নেওয়া ও ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মার্কেটপ্লেসের সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে।

বিকল্প মাধ্যমে অর্থ পরিশোধে রাজি না হওয়া

প্রতারকেরা সাধারণত মার্কেটপ্লেসের পরিবর্তে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পরিশোধের প্রস্তাব দিয়ে থাকে। এ ধরনের পেমেন্ট প্রস্তাবে রাজি না হওয়াই শ্রেয়।

প্ল্যাটফর্ম এড়িয়ে কাজ করা থেকে বিরত থাকা

অনেক সময় প্রতারকেরা ক্লায়েন্ট সেজে মার্কেটপ্লেসের মাধ্যমে যোগাযোগ করে কাজের বিষয়ে আলাপ করে। এরপর মার্কেটপ্লেসের চার্জ এড়াতে ব্যক্তিগত মাধ্যমে কাজ নেওয়া ও অর্থ পরিশোধের দেওয়ার প্রস্তাব দেয়। এ ধরনের প্রস্তাবে সাবধান থাকতে হবে। মার্কেটপ্লেস এড়িয়ে ব্যক্তিগত মাধ্যমে কাজ করলে প্রতারিত হওয়ার শঙ্কা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *